সুখের মোহ
মোঃ জিল্লুর রহমান লালন
খোকসা,কুষ্টিয়া
সুখের দরে দুঃখ কিনে
কাব্য লেখি আমি
দুঃখের সাথী নাইবা হলে
সুখেই থাকো তুমি।
সন্ধ্যাকালে তুলসীতলে
সন্ধ্যা প্রদীপ জ্বেলে
সুখের মোহে ঘর ছেড়েছ
একলা আমায় ফেলে।
সবখানেতে তোমার স্মৃতি
যত্ন করে রাখি
নির্ঘুম চোখে একলা ঘরে
সারারাত জেগে থাকি।
ফুলের সুবাস নাইবা পেলাম
কাঁটার আঘাত পেয়েই
তোমার জন্যই আমার জীবন
এ গান যাব গেয়েই।
দুঃখের সাগর, ব্যথার পাহাড়
হতে গিয়ে পার
আমার পাশে নেইতো তুমি
আমিই মানি হার।
ভুল কি ছিল, বলতে পারো
আমার ভালবাসায়
কেন আমায় ছেড়ে গেলে
মিছে মায়ার আশায়।