কবি কাজী নজরুল ইসলামে
র বিদ্রোহী কবিতার একশত বছর পূর্তি উপলক্ষে এই কবিতাটি লেখা। গত 6 জানুয়ারি ছিল 100 বছর ফুর্তি। পৃথিবীর ইতিহাসে এমন কোন কবিতা নেই নজরুলের কবিতা কে পেছনে ফেলার। এই কবিতাটি তৎকালীন সময়ে মুসলিম ভারতে প্রকাশিত হয়েছিল। এরপর বিজলি পত্রিকায় এক সপ্তাহের মধ্যে দুইবার প্রকাশিত হয়েছিল। একটি কবিতার জন্য ছাপা হয়েছিল 150000 কপি। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এমন কবিতার আবেদন আজ পর্যন্ত শেষ হয়নি শেষ হবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের হাতিয়ার হিসেবে এই কবিতাটি ছিল অনন্য। এই কবিতাটিতে 139 টি পংক্তি আছে। 84০ টি শব্দ আছে। 14 টি স্তবক আছে। আমি শব্দটি 144 বার আছে। বীর শব্দটি সাতবার আছে। শির শব্দটি 6 বার আছে। মম শব্দটি পাঁচবার আছে। আরবি-ফারসি শব্দ ব্যবহার হয়েছে 10 থেকে 12 টি। এটি একটি অনন্য অসাধারণ সৃষ্টি।
কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একশত বছর পূর্তি উপলক্ষে এই কবিতাটি লেখা।
গত ৬ জানুয়ারি ছিল ১০০ বছর ফুর্তি। পৃথিবীর ইতিহাসে এমন কোন কবিতা নেই নজরুলের কবিতা কে পেছনে ফেলার। এই কবিতাটি তৎকালীন সময়ে মুসলিম ভারতে প্রকাশিত হয়েছিল। এরপর বিজলি পত্রিকায় এক সপ্তাহের মধ্যে দুইবার প্রকাশিত হয়েছিল। একটি কবিতার জন্য ছাপা হয়েছিল ১৫০০০০ কপি। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এমন কবিতার আবেদন আজ পর্যন্ত শেষ হয়নি শেষ হবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের হাতিয়ার হিসেবে এই কবিতাটি ছিল অনন্য। এই কবিতাটিতে ১৩৯ টি পংক্তি আছে। ৮৪০ টি শব্দ আছে। ১৪ টি স্তবক আছে। আমি শব্দটি ১৪৪ বার আছে। বীর শব্দটি সাতবার আছে। শির শব্দটি ৬ বার আছে। মম শব্দটি পাঁচবার আছে। আরবি-ফারসি শব্দ ব্যবহার হয়েছে ১০ থেকে ১২ টি।
এটি একটি অনন্য অসাধারণ সৃষ্টি।
বিদ্রোহী কবি
মুহাম্মদ ইসমাঈল
চুরুলিয়ার ফকির ঘরে
শান্ত ছেলে কবি
অবাক করে লিখত লেখা
আকতো দারুন ছবি।
মে মাসের ২৪ তারিখ
আসলো আলো করে
খুশির জোয়ার তাই বয়ে যায়
কাজী ফকির ঘরে।
জানতো কে আর এই ছেলেটি
বিদ্রোহী কবি হবে
সব বাঙালি মাতিয়ে দেবে
জন্ম উৎসবে।
লিচু চোর কবিতা
বাচ্চাদের লেখা তার
এমন সরল মিষ্টি ভাষায়
কে লিখেছে আর?
অগ্নিবীণা বইটি লিখে
তোলপাড় হয় শুরু
বিদ্রোহী কবি নাম হলো তার
বিশ্বে তিনিই গুরু।
লড়াই করেছেন নজরুল
ঢাল তলোয়ার নয়
এ লড়াই ছিল কলমের
দেশবাসি কয়।
জাতীয় কবিকে নিয়ে চমৎকার কবিতা। কবিকে অভিনন্দন।