ঈদের রং ।। পান্না বদরুল
চাঁদের গায়ে রং লেগেছে
আজকে খুশির দিন
বুড়ো-খোকা, যুবক-যুবতী
বাজায় ঈদের বীণ।
এক ফালি চাঁদ উঠেছে
পশ্চিমের ওই কোণে
আজকে খুশির বাঁধ ভেঙেছে
শিশু কিশোর মনে।
নতুন নতুন পোশাক পড়ে
ঘুরছে সবাই দিনে
দিন ফুরালেই রাতের আলো
দিচ্ছে ঝিলিক মনে।
রাত ও দিনের নেইকো তফাৎ
আজকে খুশির ঈদ
হারিয়ে গেছে সবার চোখের
পালিয়ে গেছে নীদ।
সবার থেকে অনেক দূরে
এবার ঈদে আমি
জানিয়ে গেলাম ঈদ শুভেচ্ছা
তোমরা সবাই দামি।
ঈদ_মোবারক_ঈদ_মোবারক_
ঈদ মোবারক_ঈদ_মোবারক………ঈদ।
সত্যিই বড় সুন্দর হয়েছে ভাই আপনার কবিতাটি ।যা সত্যিই ভুলার নয় ,আপনাকে ও আপনার সুনিপুণ হাতের মনোমুগ্ধকর কবিতাকে কোনদিন ভুলি নাই আর ভুলবো না মোরা, এজীবন কভু নাহি আত্নভোলা।
অনেক ধন্যবাদ ভাই।দোয়া করবেন।আপনার পরিবারের জন্য দোয়া।ভালোবাসা ঈদ মোবারক