মা কথাটি ছোট্ট অতি
মধু -মায়ার সুধা
ভুলায় মনের দুঃখ -ব্যথা
মেটায় মনের ক্ষুধা।
মান অভিমান সব ভুলে যাই
দেখলে মায়ের মায়াবী মুখ
দুঃখ- জরা সব মুছে যায়
পাই যেন এক স্বর্গ সুখ।
গর্ভধারিণী সেতো মা জননী
সন্তানের সুখের আশায়
নির্ঘুম রাত জায়নামাজে
চোখের জলে ভাসায়।
দুঃখের দহন সয়ে যাও তুমি
সুখের প্রদীপ জ্বেলে
প্রশান্তির আবেশ ছুঁয়ে যায় মনে
তোমার স্নেহের আঁচল পেলে।
মা যে আমার স্বর্গ- নরক
মা—ই আমার মহাবিশ্ব
মা যে আমার পীর আওলিয়া
আমি তাহার শিষ্য ।
কি আছে আমার তোমাকে দেবার
আমি যে বড়ই দীন
কোন আমলে শোধ হবে মা
তোমার দুধের ঋণ।
তুমি আছো তাই, আজও খুঁজে পাই
সত্য পথের দিশা
বিহনে তোমার কি হবে আমার
চারদিকে অমানিশা।