আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে ঢাকায়। এতে নাকি দলটির চেয়ারপারন খালেদা জিয়া উপস্থিত থাকবেন।নেত্রীকে বরণ করে নিতে নেতাকর্মীদের রজনীগন্ধা হাতে রাজধানীতে মিলিত হতে আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ।তিনি বলেন, আপনারা সকলে রজনীগন্ধা হাতে ঢাকা উপস্থিত হবেন। আমরা রজনীগন্ধা দিয়ে আমাদের নেত্রীকে ১০ তারিখে মঞ্চে বরণ করে নেব। যদি গাড়ি বন্ধ করা হয় তাহলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী পায়ে হেঁটে ঢাকা রওনা হবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সারাদেশে নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দায়ের, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
মামুন মাহমুদ বলেন, শেখ হাসিনা বলেছেন ২০২৩ সালে নাকি দুর্ভিক্ষ হবে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ আমরা দেখেছি। আবারও দেশের মানুষকে না খাইয়ে মারার পরিকল্পনা তারা করছে। তাই ২০২৩ সালের আগেই এ সরকারকে বিদায় করতে হবে। আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই। এই অবৈধ সরকারের শাসনের দুর্ভোগ আমরা পোহাতে চাই না।