মানসুর মুজাম্মিল। একজন কবি ও ছড়াকার। বাংলা ভাষা ও সাহিত্যের এই জনপ্রিয় ছড়াকার গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। পারিবারিক ভাবে তাকে প্রথমে ইসলামীয়া হাসপাতালে পরবর্তীতে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়! এখানে সি টি স্ক্যান রিপোর্টে দেখা যাচ্ছে তার মাথার ডান পাশে কিছু অংশে রক্তক্ষরণ হয়েছে এবং বাম পাশ নড়াচড়া করতে পারছেন না! ডাঃ তার ছেলেকে বলেছেন, আল্লাহর রহমতে ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন! এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য প্রতিদিন যে পরিমাণ অর্থ টাকা খরচ হচ্ছে তা বহন করা তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।আরো উন্নত চিাকৎসার জন্য অনেক টাকার প্রযোজন ।
১৮ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ লেখক সমিতির নির্বাহী পরিষদ সদস্য কবি নূর আল ইসলামের অফিসে মানসুর মুজাম্মিলের চিকিৎসা আর্থিক সহায়তার জন্য বাংলাদেশ লেখক সমিতির সভাপতি কথাসাহিত্যিক রুহুল আমিন বাচ্চুকে আহবায়ক ও ফরিদ সাইদকে সদস্য সচিব করে একটি চিকিৎসা সহায়তা তহবিল কমিটি গঠন করা হয়!
চিকিৎসা সহায়তা কমিটি
১! আহবায়ক – রুহুল আমিন বাচ্চু (সভাপতি, বাংলাদেশ লেখক সমিতি)
২! যুগ্ন আহবায়ক – সুলতানা রিজিয়া (প্রতিষ্ঠাতা ,নন্দিনী সাহিত্য ও পাঠচক্র )
৩! যুগ্ন আহবায়ক -কবি নূর আল ইসলাম (নির্বাহী পরিষদ সদস্য ,বাংলাদেশ লেখক সমিতি)
৪! সদস্য সচিব – ফরিদ সাইদ (সভাপতি ,গানের কবি প্রাণের কবি নজরুল )
৫! যুগ্ন সদস্য সচিব – কবি সৈয়দ নাজমুল আহসান (সাধারন সম্পাদক ,নন্দিনী সাহিত্য ও পাঠচক্র )
সদস্যঃ
১! মাহবুবুল হক (নির্বাহী পরিচালক ,সি এন সি)
২! প্রফেসর অনামিকা হক লিলি (সভাপতি ,নন্দিনী সাহিত্য ও পাঠচক্র )
৩! শহিদুল্লাহ আনসারী ( সম্পাদক ও সাহিত্যিক )
৪! আখতারুন নাহার আলো ( পুস্টিবিদ , সহ সভাপতি নন্দিনী )
৫! এ্যাডভোকেট মুশাররফ হোসেন আখন্দী (সম্পাদক, তৃণমূল লেখক সংঘ)
৬! আলম হোসেন (কবি ও সাংবাদিক )
৭! কথাসাহিত্যিক গাজী মোঃ আবু সাঈদ (নির্বাহী সম্পাদক ,তৃণমূল লেখক সংঘ)
৮! আতিক হেলাল ( ছড়াকার কবি ও সাংবাদিক )
৯! প্রফেসর ড. আহসানুল হাদী ( লালকুঠি সাহিত্য পরিষদ )
১০! কবি রবিউল মাশরাফী ( নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ লেখক সমিতি)
১১! শাহ সিদদিক ( কর্মকর্তা, বাংলা একাডেমি )
১২! আকবর মোহাম্মদ ( প্রতিষ্ঠাতা পরিচারক, জাতীয় শিশু-কিশোর ও যুব সংগঠন- আবাবীল)
১৩! এ্যাডভোকেট লুৎফুল আহসান বাবু ( নাট্যকার )
১৪! কবি আব্দুস সালাম চৌধুরী (সদস্য, বাংলাদেশ লেখক সমিতি)
১৫! কবি খান কাওসার কবির (সদস্য, বাংলাদেশ লেখক সমিতি)
১৬! নাসিমুল বারি ( কথাসাহিত্যিক )
১৭! কবি নূর মোহাম্মদ (সদস্য, বাংলাদেশ লেখক সমিতি )
১৮! কবি গিয়াস হায়দার (সদস্য, বাংলাদেশ লেখক সমিতি)
১৯! কবি জিয়াউদ্দিন বাবলু (সদস্য, বাংলাদেশ লেখক সমিতি)
২০! ফিরোজা মেরী (সহ সভাপতি, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র )
২১! আলেয়া বেগম আলো (সম্পাদক ,কচিপাতা)
২২! গোলাম নবী পান্না ( শিল্পী ও ছড়াকার )
২৩! বাবলি খান (যুগ্ন সাধারণ সম্পাদক, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র )
২৪! কবি জুলফিকার স্বপন ( সদস্য, বাংলাদেশ লেখক সমিতি)
২৫! কবি মোস্তফা মুন্তাজ (সাংগঠনিক সম্পাদক, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র )
ছড়াকার মানসুর মুজাম্মিলের চিকিৎসা সহায়তা তহবিলের জন্য উপস্থিত সকলের পরামর্শক্রমে সদস্য সচিবের নামে একটি মোবাইল ব্যাংক হিসাব খোলা হয়েছে!
আপনার অর্থ সহায়তা পাঠাতে পারেন – (নগদ) 01973-56 9060,