হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার আল্টিমেটাম প্রত্যাহার
— ডাঃ কামরুল ইসলাম মনা
হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার আল্টিমেটাম ছিল ১৫ সেপ্টেম্বর এর মধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণ না করলে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি ডাঃ কামরুল ইসলাম মনা আইনি পদক্ষেপ গ্রহণ করবো বলে কথা দিয়েছিলাম। তারই প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর বিকালে ডাঃ জাহাঙ্গীর আলম বোর্ড রেজিস্ট্রার মহোদয় জানান তারা সাবমিট করেছেন বলে আশ্বস্ত করেন।
উক্ত বিষয় নিয়ে সংস্থার নেতাকর্মীদের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যেহেতু আল্টিমেটাম এর সময়ের মধ্যে বোর্ড কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলে রেজিস্ট্রার মহোদয় জানিয়েছেন সেহেতু আল্টিমেটাম তুলে নিয়ে বোর্ড কে সার্বিক সহায়তা করার। সেইসাথে মাননীয় বোর্ড চেয়ারম্যান বোর্ড রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সকল নেতাকর্মীরা।
বোর্ড যদি চাই তাহলে দেশব্যাপী হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যগণ বোর্ড কর্তৃপক্ষ কে সার্বিক সহায়তা করতে প্রস্তুত।
উল্লেখ যদি বোর্ডের অবহেলা বা উদাসীনতা প্রমাণিত হয় তাহলে পুনরায় আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
অত্র সংস্থার চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, আইনি লড়াই এ বোর্ড এর পাশে থেকে কাজ করা হবে। হোমিওপ্যাথির মৌলিক অধিকার আদায়ে বিন্দু মাত্র পিছু পা হবেনা সংস্থার সকল সদস্যগণ। দেশের সকল সদস্যগণ কে শান্ত হওয়ার আহবান জানিয়ে বলেন, আমরা আল্টিমেটাম তুলে নিয়েছি মানে এই নয় যে আন্দোলন থেকে সরে গিয়েছি। অধিকার ফিরে না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যেহেতু রেজিস্ট্রার মহোদয় কথা দিয়েছেন তার সম্মানে তাদের পদক্ষেপ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ কে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যান সংস্থার সকল সদস্যগণ।
ডাঃ মনা আরো বলেন, হোমিওপ্যাথির সামনে ঘোর অন্ধকার তাই দেশের সকল হোমিওপ্যাথি সংগঠন, হোমিওপ্যাথিক চিকিৎসক ছাত্র ছাত্রী সুধী মহল কে দলমত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান।
আসুন আমরা সকলে মিলে বজ্রকন্ঠে আওয়াজ তুলি হোমিওপ্যাথির জন্য পৃথক মন্ত্রণালয় চাই, ডাক্তার লিখার অধিকার চাই, কাউন্সিল চাই, স্নাতক সমমান মান চাই, দুর্নীতি দালাল এবং চাঁদাবাজ মুক্ত হোমিওপ্যাথি চাই।
আইনি লড়াই ছাড়া ও আমাদের বাকী দাবি সমুহ আদায়ে খুব শীঘ্রই আল্টিমেটাম ঘোষণা করা হবে।
জয় হোক হোমিওপ্যাথির জয় হোক হোমিওপ্যাথির জয় হোক হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার এবং মেহনতি দেশের সকল হোমিওপ্যাথি সংগঠন চিকিৎসক সমাজের।