হঠাৎ কোনো সন্ধ্যায়
সাদিয়া ফেরদৌস শশী
না হয় বাধলে ভালোবাসায়
তবু হঠাৎ কোনো সন্ধ্যায়,
থাকবে যখন একলাই,
দেখবে আকাশ নিরালায়,
হঠাৎ না হয় ভেবো আমায়।
এতো নিখাঁদ ভালো কেউ বাসে নাই।
থাকবে তুমি তোমার মতই
হৈ-হুল্লোড়ে আগের মতই।
তবু কোনো ঝড় বৃষ্টির সন্ধ্যায়,
হঠাৎ যখন বিদ্যুৎ চমকায়,
একবার না হয় ভেবো আমায়,
বজ্রপাতে থাকি কত শঙ্কায়।
না হয় বাধলে ভালোবাসায়,
তবু একটা বিকেল দিয়ো আমার ভাবনায়।
একটা জ্যোৎসা রাত,
একটা ঝুম বৃষ্টির দুপুর,
দেওনা লিখে আমার খাতায়।
নেই আর তোমার ফেরার আশায়,
তবু বাঁচি কিছু বাসনায়।
হঠাৎ কোনো সন্ধ্যায়,
তোমার অলস সময় কাটিও আমার ভাবনায়।
১৯/১০/২০২১
Darun