ঝিনাইদহ: স্বাস্থ্য বিভাগ নিয়ে দেশ যখন উত্তাল- ঠিক সেই সময়ই
চিকিৎসার চেয়েও তখন বিয়ের অনুষ্ঠান জরুরী- হয়ে পড়লো স্বাস্থ্য ওস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে । স্বাস্থ্যসেবা বন্ধ রেখে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে ঐ স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাঁচেরকোল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে।সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা যায়, সেখানে
সাজসজ্জায় রাঙিয়ে তুলেছে স্বাস্থ্য কেন্দ্রটি। স্বাস্থ্য কেন্দ্রটি খোলা থাকলেও বিয়ের আনন্দে নেই কোন অফিস স্টাফ। কাঁচেরকোল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মরত সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক বদরুন্নাহার বুলবুলি খাতুনের ছেলে পিয়ালের বিয়ে অনুষ্ঠান চলছে। বন্ধ রয়েছে স্বাস্থ্য সেবা। ক্ষোভ ছড়িয়েছে সেবা বঞ্চিত সাধারন রোগীদের মাঝে। এ ব্যাপারে কেন্দ্র পরিদর্শক হুমায়ূন কবীর পলাশকে ০১৭৪৫৫৭৫৬৫৫ নম্বরে একাধিক বার ফোন করেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
বিঃদ্রঃ আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি বাংলাদেশ ভূমিকে জানাতে ই-মেইল করুন-drjahangir748@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব। পাঠাতে পারেন, কবিতা,ছোটগল্প, ফিচার, নিবন্ধ, প্রবন্ধ, সায়েন্স ফিকশনসহ আপনার যে কোন ধরনের মৌলিক সাহিত্য কর্ম। মনোনীত লেখাগুলি আমরা আন্তরিকতার সাথে প্রকাশ করে থাকি। সাথে থাকুন পাশে আছে বাংলাদেশ ভূমি ডট কম।