স্বাধীনতা
-রিয়াদ বিশ্বাস
স্বাধীনতা তুমি কি
দ্রব্যমূল্যের উর্ধগতীতে থেকে জনগনকে গ্রাস?
স্বাধীনতা তুমি দরিদ্র মানুষের নীরব হা হুতাশ।
স্বাধীনতা তুমি নারীর পোশাকে নগ্নতার বহিঃপ্রকাশ
স্বাধীনতা তুমি অশ্রু নয়নে আমাদের বসবাস।
স্বাধীনতা তুমি লেবাসধারী, দূর্নীতিবাজ আর প্রভাবশালীর চাওয়া?
স্বাধীনতা তুমি কৃষক ভাইয়ের কাদামাটিতে লুটোপুটি খাওয়া।
স্বাধীনতা তুমি পলাশ আর কুড়িয়ে পাওয়া শিউলি ফুল নও।
স্বাধীনতা তুমি মুচকী হাসিমাখা মায়ের আচলে রও।
স্বাধীনতা আজ কোথা তুমি খুঁজে বেড়াই সারাক্ষণ
(জানে কি কিছু মানুষ)
স্বাধীনতা আমার মা, আমার দেশ, আমাদের আপনজন।