স্বাধীনতা তুমি
মোঃ আকরাম হোসেন খান
স্বাধীনতা তুমি আজ আমার বিবর্ণ স্মৃতি-
তুমি হৃদয় বাগিচার রক্ত গোলাপের বৃতি;
স্বাধীনতা তুমি আমার মায়ের বুক ফাটা কান্না,
রান্নার হাড়িতে শুধুই জল দিয়ে মিছেমিছি রান্না।
স্বাধীনতা তুমি রায়ের বাজারের বিশাল বদ্ধ ভূমি!
ন্যায় বিচারের অপেক্ষায় আজও দাঁড়িয়ে আছো তুমি;
স্বাধীনতা তুমি গাঁয়ের চাষীর গতর ঘামানো ঘাম,
আজও পায় না কষ্টে ফলানো ফসলের ন্যায্য দাম।
স্বাধীনতা তুমি অধুনা নারীর স্বেচ্ছাচারিতা চলা-
সত্যের মুখোশ পরে স্বার্থের লাগি মিথ্যা কথা বলা!
স্বাধীনতা তুমি পথের ধারে ফুটন্ত বন্য ফুল-
ফুল কুড়ানি কুড়ায়ে নিতে এখনো করে ভুল;