আমাকে চেনার জন্য আগে পরে কোনো লকব নেই
তোমার দৃষ্টিতে সম্ভাবনায় ছেদ পরেছে বটে!
তুমি হেসে সুধাও-
‘এখনো নিজের পায়ে দাঁড়ানো হল নারে, বেটা’
অথচ আমি তাল গাছের মত দাঁড়িয়ে আছি
তিন যুগ ধরে।
আমি মানুষ- আদমের সন্তান
মানুষর স্বভাব নিয়েই বেড়ে উঠেছি
তাই তো জীর্ণতার বুক পকেটে
স্বাধীনতার চেতনা নিয়ে ঘুরি।