স্বর্গ আসর
– মাহাতাব হাসান এমরে
থাকব মোরা আপন ঘরে
সুখ বিলাব সবার ‘পরে।
মোদের বাড়ি সুখের হাড়ি
সব আপন জন একি বাড়ি।
বিষাদ চক্রে ঘুরছে যারা
সাহস দিবো আপন তারা !
মোদের স্বর্গে ফুল ফোঁটাব
আপন মনে দুখ তাড়াব।
পড়শী রবে মিলেমিশে
আপন স্বর্গ হেথায় হাসে।
যেথায় থাকে মনুষ্য ভেদ
খোদার আরশ রোদনে খেদ।
স্বর্গ আমি চাহি নাকো
যেথা খোদার তুষ্ট নাইকো।
সুখের নঙ্গর জলসা আসর
আপন মনে গড়ব বাসর।