স্বপ্ন ভাঙার গান
মনিরুল হক
আজকাল দিনগুলো সত্যিই বড় অন্যরকম।
ঘাসফুল-লজ্জাবতীর লাজুক ক্যানভাস
ফরিং-প্রজাপতি আর কেটে যাওয়া ঘুড়ির
জামের ডালে আটকে যাওয়া সেই কৈশোর।
যা আজ শুধুই স্বপ্ন ভাঙার গান।
যেন মনের সমূদ্রে হঠাৎ জেগেছে বান।
হয়ত এইসব ক্ষোভ-অভিমান
জীবন থেকে অনেক বেশী দামী।
প্রচন্ড খরতাপে চৌচির হৃদয় উঠোন।
জন্ম নেয় তীক্ষ্ণ ফলার মত ভ্রুণ।
যেন চাবুক সাদৃশ্য প্রতিটি ক্ষণ।
এই নশ্বর নৈরাজ্য থেকে ঢের ভাল
নির্বান্ধব, নিঃসম্বল ভিখারীর মত-
হাক দেওয়া। তোমাদের দরজায়-তৃষ্ণার্ত
বড় তৃষ্ণার্ত আমি- উপোষ আছি আমি।
যেন অনন্তকাল…..