কিশোরগঞ্জের ভৈরবে স্টুডিও ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা কেনাবেচা করে আসছিলেন জোবাইর আহাম্মেদ(৩০) নামের এক মাদক ব্যবসায়ী। ভৈরবের শ্রীনগর বাজারের ফটো মেলা ডিজিটাল স্টুডিও থেকে তাকে আটক করেছে ভৈরব র্্যাব ক্যাম্পের সদস্যরা।
র্্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত কাল শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগর বাজারে ফটোমেলা ডিজিটাল ষ্টুডিওতে ভিত্তিতে র্্যাব -১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে একটি আভিযানিক দল শ্রীনগর বাজারের ফটোমেলা ডিজিটাল ষ্টুডিও তে অভিযান পরিচালনা করে জোবাইর আহাম্মেদ (৩০), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-শ্রীনগর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ কে আটক করেছে। এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীর দেখানো মতে, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ফটোমেলা ডিজিটাল ষ্টুডিও দোকানের ড্রয়ারের মধ্যে রক্ষিত প্লাস্টিকের জীপারের ভিতর থেকে ১৮৮৪ (এক হাজার আটশত চুরাশি) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১০০০/- টাকা ০১ টি মোবাইল ফোন ও ০১ সীম কার্ড উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করেছে।
এবিষয়ে ভৈরব র্্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল সংবাদ মাধ্যম কে জানান,
আটককৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি মাদক কারবারী চক্রের সদস্য। দীর্ঘদিন যাবত সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারীদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করতেন তিনি।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।