সুখ
মোঃ হোসেন আলী
এই সুখ সুখ নয় আরো সুখ আছে
এই সুখকে নিয়ে যাবে সেই সুখের কাছে।
দুঃখ কষ্ট সহ্য করে এই ভুবনে চলে
পরকালে আছে সুখ দেখবে সময় হলে।
ফাঁকি দিয়ে নিজের সুখ খোঁজো কেনো ভবে
দেখবে চেয়ে সেই সুখ একদিন তোমার কাল হবে,
বিধির বিধান মানতে হবে আছে ভাগ্যে লেখা
ধৈর্য ধরে চলতে হবে সবই পাবে দেখা।
করলে আরাম এই দুনিয়ায় হারাম খেয়ে
ডাকছে মরণ দিচ্ছে হাতছানি আসছে ধেয়ে।
এখনো আছে সময় চলো মন হিসাব করে
ন্যায় নীতিতে চলবো মোরা এই দুনিয়ার পরে।
আঁখি মেলে দেখো চেয়ে ভাব বসে মনে
ছাড়তে হবে ভবের মায়া সব কিছু যে ক্ষণে,
ছেলে মেয়ে থাকবে সুখে ভাবছ কেন মিছে
মরার পরে অলস হয়ে চলবে খাবে বেচে।
পাপ করিলে শাস্তি পাবে জেনে সবাই রাখো
করবে কামাই নিজের নেকি অন্যের আশা ছাড়ো,
এই সুখ সুখ নয় আরো সুখ আছে
এই সুখকে নিয়ে যাবে সেই সুখের কাছে।