সুখি মানুষ
এইচ, এম কাওছার হোসাইন
তোমরা যারে সুখি বলো
সে তো সুখি নয়,
তার মাঝেও দুঃখ আছে
কিভাবে সে কয়।
লোকের কাছে বলে বেড়ায়
আমি অনেক সুখি!
আসলে সেজন সুখি নয়
অনেক বড় দুঃখি।
দুঃখের পরে সুখ আসে
এটা সত্য কথা,
কষ্ট করে কাটায় দুঃখ
ভুলবে কেমনে ব্যাথা?
সুখি হওয়ার উপায় শোনো
আছে একটা পথ,
অল্পে তুষ্টির গুনে মানব
থাকো অবিরত।