সিলেটবাসীর দিকে
– নোমান শায়েরী
————————–
বন্যার জলের সাথে দু’চোখের জল মিশে
হয়ে গেছে একাকার,
সিলেটের ভূমি থেকে ভারী বাতাসের সাথে
ভেসে আসে হাহাকার।
ঘরবাড়ি জলে ভাসে সব নাশে জলস্রোতে
স্বপ্ন আশা ভেসে যায়,
সিলেটবাসীরা আজ তীব্র আঘাতে জলের
বড় বেশি অসহায়।
আসবাবপত্রসহ হারিয়ে তাদের সব
হৃদয় হয়েছে ফিকে,
বিত্তবানেরা দেশে মানবিক চোখ খোল
সিলেটবাসীর দিকে।