বাংলাদেশ ভূমি নিউজ: ইয়থ ডেভলপমেন্ট ফোরাম নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সাহিত্য চর্চায় বিশেষ অবদান রাখায় কবি খন্দকার জাহাঙ্গীর হুসাইনকে সাহিত্য সম্মাননা প্রদান করেছে।
সম্মাননাপ্রাপ্ত কবি , লেখক ও সম্পাদকবৃন্দ
৩মার্চ বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার বাঁচতে শেখা মোড়ের এ্যারাবিয়ান ফুড সেন্টারে খোকসা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ওয়াজেদ বাঙালির সভাপতিত্বে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল এই সম্মাননা স্মারক তুলে দেন৷ উল্লেখ্য যে, খোকসা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান কবি ওয়াজেদ বাঙালি’র ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নিভৃতচারী গুণী লেখক সাহিত্যিকদের একত্রিত করে এই সম্মাননা প্রদান করে থাকেন । কবি ওয়াজেদ বাঙালি জানান, কবি খন্দকার জাহাঙ্গীর হুসাইনকে মূলতঃ খোকসা সরকারী কলেজের সাবেক শিক্ষক ও কবি দ্বিজেন্দ্র নাথ বিশ্বাসের উপর সম্পাদিত স্মারক গ্রন্থ ‘দ্বীপ্তিমান দ্বিজেন্দ্রনাথ’ সম্পাদনা করায় এই সম্মাননা দেওয়া হয়৷ এছাড়া তার ছোট গল্প, শিশুতোষ গল্প, ছড়া, কবিতা, প্রবন্ধসহ প্রায় একুশটি পান্ডুলিপি রয়েছে। বাংলাদেশ ভূমি অনলাইন পত্রিকার মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার লেখকদের নিয়ে সাহিত্য আড্ডার ভিডিও ধারণ করে তাদের লেখাগুলোকে তামাম বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন খন্দকার জাহাঙ্গীর হুসাইন । সুদীর্ঘকাল ধরে দেশ বিদেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে ছাপা হচ্ছে তার লেখা।
এ বিষয়ে ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল জানান, সাহিত্য সংস্কৃতি চর্চায় লেখক সাহিত্যিক এবং সম্পাদকদের উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। সমাজের কোন গুণীজন যেনো অবহেলিত না থাকেন। তাঁদের সৃষ্টি কর্মকে সামনে রেখে সম্মান জানানো উচিৎ।