মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাৎসরিক আনন্দ ভ্রমণে কক্সবাজার গেলেন পাংশা প্রেসক্লাবের সদস্যরা মিঠাপুকুরে শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যা পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত মৃত্যুর আগে ওয়াশরুম থেকে কবি হেলাল হাফিজের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ অনন্তলোকের চিরন্তন সফরে কবি হেলাল হাফিজ পাংশায় পুলিশকে দেখে ফাঁকা গুলি ছুঁড়ে পালানো আসামী গ্রেফতার ক্ষমা চাইলেন মুফতি আমীর হামযা আশা জাগিয়ে রাখি পাংশায় আগুনে পুড়ে ছাই হলো ৪টি ঘর খোকসায় আ.লীগ নেতাদের ছাড়াতে বিএনপির হাইব্রীড নেতাদের তদবিরে জনমনে প্রশ্ন  খোকসায় আওয়ামীলীগ নেতা আটক, ছাড়িয়ে নিতে কৃষকদল নেতার তদবীর রাজবাড়ী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত কবি রফিকুল্লাহ কালবী : সাক্ষাৎকার পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠকে আমীরে জামায়াত
বিশেষ ঘোষনা
বাংলাদেশ ভূমি ডটকম এ আপনাকে স্বাগতম। আপনার মূল্যবান সাহিত্য-কর্ম প্রকাশের জন্য বাংলাদেশ ভূমি’তে পাঠিয়ে দিন। এছাড়াও আপনার চারপাশের যে কোন খবর লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করবো। যোগাযোগ: খন্দকার জাহাঙ্গীর হুসাইন, মোবাইল-  ০১৭৫০৪৯৫৮২০ , ই-মেইল: bangladeshbhumi@gmail.com, এছাড়াও ভিজিট করতে পারেন বাংলাদেশ ভূমি/ @Bangladeshbhumi / খন্দকার জাহাঙ্গীর হুসাইন ইউটিউব চ্যানেলগুলি। এখন থেকে নিয়মিত বন্ধ্যান্ত, যৌন, পাইলস, নাকের পলিপাসসহ যাবতীয় রোগের চিকিৎসা করছেন: খ্যাতিমান হোমিও চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর হুসাইন (ডি.এইচ.এম.এস; এম.এ) । খন্দকার হোমিও হল, মুসলিমপাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা। রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সাদিয়া ফেরদৌস শশী’র একগুচ্ছ কবিতা

সাদিয়া ফেরদৌস শশী / ৭০১ জন পড়েছেন
আপডেটের সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৬ অপরাহ্ন

 সাদিয়া ফেরদৌস শশী’র পাঁচটি কবিতা বাংলাদেশ ভূমি’র পাঠকদের জন্য উপস্থাপিত হলো।

কবি সাদিয়া ফেরদৌস শশী

এক.
“চেনার ভীরে খুঁজোনা আমারে”

তোমাকে দেখতে চাওয়ার এক অচেনা আকাঙ্খা
গ্রাস করেছে আমাকে বহুবার,
তোমার ভালোবাসা পাওয়ার বাসনা
আমাকে চুরমার করেছে সহস্রবার।

তোমাকে চেয়েছি বহুবার,বহুভাবে
তোমাকে চাইতে গিয়ে নিজেকে হারিয়েছি অতল আঁধারে।
তুমি দিলেনা তোমায়- আমারে?
জড়িয়ে ধরে বললেই না! ভালোবাসি তোমারে।
আমার অপেক্ষাদের মৃত্যু ঘটেছে
হারিয়েছো তুমি অচেনা সুখে,
প্রেমিক,তুমি সব যেয়ো ভুলে
চেনার ভীরে খুঁজোনা আমারে।

২৫/০৮/২০২১

দুই.

“আমি”

আমি প্রকৃতির মাঝে হারিয়ে থাকি,
অন্ধ ঘরের কোণে নিজেকে খুঁজি।
আমি কল্পনাতে পাখির মত উড়ি,
স্বপ্ন ভঙ্গে খুব গোপনে কাঁদি।

আমি আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে বাঁচি
মাঝে মাঝেই ছটফটিয়ে মরি।
আমি জেনে শুনেও একই ভুল করি,
রাস্তা চিনেও, ভুল পথেই হাটি।

পাবোনা জেনেও তোমাকেই ভালেবাসি
কষ্ট চেপে খুব সুন্দর হাসি।
রাত্রি তোমারই কি ভালোবাসি?
এই যে দিন শেষে তোমার বুকেই কাঁদি!

০২/০৮/২০২১

তিন.
“উনপঞ্চাশটি বর্ষা”

তোমার সাথে আবার দেখা
মাঝে কেটেছে উনপঞ্চাশটি বর্ষা।
তোমার চুলে ধরেছে পাক
আজ নেই কোনো অনুরাগ।

আমার নির্ঘুৃম কাটানো রাত,
তোমার আরাধনা দিয়েছে বাদ।
আমাদের গল্পের ভিত্তি
কবেই হারিয়েছে ভক্তি।

তোমার শহরের বৃষ্টি,
ভেজাই না আর দৃষ্টি,
ল্যাপটাইনা আর কাজল,
বর্ষা নামেনা অকারণ।

এখন খোলা রাখিনা চুল,
খোঁপায় গুঁজিনা ফুল,
কানে পরিনা প্রিয় দুল,
হাসি পালিয়েছে কোন দুর।

তোমার আমার স্মৃতির পাতায়
গল্প কি ছিলো ভালেবাসার?
তোমার সাথে আবার দেখা,
মাঝে কেটেছে উনপঞ্চাশটি বর্ষা।

২০/০৫/২০২১

চার.
“অভিমান”

আমার ভিনরাজ্যের রাজা
তোমার বাড়ি দূর পাড়া
তুমি ভাবনাই সারা বেলা
তোমাই ছুঁতে চাওয়া মানা।

আমার অপেক্ষার সারা বেলা
তোমার সময় হওয়া মানা
তাই গাল ফুলিয়ে থাকি
কখন আসবে তুমি ভাবি।

তোমার কাজের পাহাড় ভারি
আমি একলা দিন গুনি
তাই রং ছড়িয়ে তোমায়
ইচ্ছে মত আঁকি।

আমার ভীনরাজ্যের রাজা
তোমার বাড়ি দূর পাড়া
তোমার এইযে এতো তাড়া
তাই আড়ি এই বেলা।

০১/০৫/২০২১

পাঁচ.
আবেগ আসা বারণ

প্রচন্ড বিরক্ত যেখানে বিচ্ছেদের কারন
আবেগ আসা সেখানে বারন।
প্রাচুর্যে ঘেরা যে বিষাক্ত জীবন
ভালোবাসা সেখানে অবচেতন।

কথার ওপর কথার মেলা,
বিদায় নিলো বিশ্বাসের ভেলা
ঘনিয়ে এলো সন্ধ্যা বেলা
নিভে গেলো মোর চন্দ্রপ্রভা।
এতো দিনের এই সংসার খেলা
কোথাও কি ছিলো ভালোবাসা?

সন্ধ্যা-রাতের সন্ধিক্ষণ
তোমাকেই ভাবে আনমনা মন
মনকে বোঝায় সারাক্ষণ
প্রচন্ড বিরক্তি যেখানে বিচ্ছেদের কারণ
আবেগ আসা সেখানে বারন।

৩০/০৪/২০২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর