নাগরিক টিভির সাংবাদিক সাঈদ আরমান সরাসরি সংবাদ প্রচারের সময় পুলিশের হাতে হয়রানির শিকার হন।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগ পাওয়ার পর হয়রানিকারী পুলিশ সদস্যকে চিহ্নিত করে প্রত্যাহার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে সরাসরি সম্প্রচার করতে গিয়ে ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান নাগরিক টেলিভিশনের প্রতিবেদকের হাত থেকে বুম ছিনিয়ে নিয়ে তার দায়িত্বে হস্তক্ষেপ করেন।
এ বিষয়ে হয়রানির শিকার নাগরিক টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ আরমান বলেন, জাতীয় সংসদ এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। লাইভ রিপোর্টিং করার জন্য, আমি পুলিশের সাথে পরামর্শ করে লাইভের অবস্থান নির্ধারণ করেছি। লাইভ কানেক্ট করার পর হঠাৎ পুলিশ সদস্য এসে বাধা দেন। তারপর আস্ফালন কেড়ে নিল।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, নাগরিক টিভির সাংবাদিক রোববার সংসদ ভবনের সামনে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে সরাসরি সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্বে হস্তক্ষেপ করেন।
বিষয়টি ডিএমপি কমিশনারকে জানানো হলে তিনি কনস্টেবল শাহিনুর রহমানের অসাধু আচরণের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেন। অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।