সময় বহিয়া যায়
-মাহাতাব হাসান এমরে
স্বপ্নে আঁকা মায়ায় বাঁধা
আপন বাসা খাসা !
ছেড়ে গেল কোন সে ডাকে
সবি মায়া আশা?
কেমনে করে মায়ার বাঁধন
ছিড়ে গেল হঠাৎ,
তাই বলে কী থেমে গেলে
অন্য আসর অর্থাৎ?
কাল কে কেন ভুলে গেলে
অবহেলার তালে?
আপন সময় যাচ্ছে ফুরায়
জীবন খাতার ঢালে !
সময় একদা ছুটে গিয়া
এমন করে ফিরবে,
জীবন হিস্যার অন্ধ চোখে
আলো কে-বা পাবে?
দিনের আলো রাতের অন্ধ
যাচ্ছে দূরে দূরে,
আপন সময় যাচ্ছে সরে
কেমনে তুমি ভুলে?
সময় কাটে হেলায় দুলায়
যাচ্ছে আয়ু ফুরে,
করব দেশে থাকলে পরে
বুঝবে সময় কী রে !
নিঃশ্বাস নাহি থাকলে পরে
থাকতে তুমি ভবে?
জীবন খাঁচার দম ফুরালে
সময় তুমি পাবে?