সমকালের নিভৃতচারী কবি মো: নজরুল ইসলাম ও তার কয়েকটি কবিতা
সমকালের নিভৃতচারী কবি মো: নজরুল ইসলাম। জন্মেছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। পিতা মরহুম কামাল উদ্দিন, মাতা মরহুমা জোবেদা বেগম। নিবাস দর্শনা কলেজ পাড়া, চুয়াডাঙ্গা, বাংলাদেশ। পিতা মাতার ৩ য় সন্তান। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম কম ( ব্যাবস্থাপনা) এবং এল এল বি পাশ করেছেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন চিনি কলে কর্মকর্তা হিসাবে কর্ম সম্পাদন করেছেন। তাঁর লেখায় মূলত আধ্যাত্মিকতা ও সুফিবাদের বিষয়বস্তু নিহিত রয়েছে। তার কবিতা ও লেখায় ফুটে উঠেছে। আমরা এই মহৎ কবির কয়েকটি কবিতা বাংলাদেশ ভূমি’র পাঠকদের জন্য উপস্থাপন করেছি। আশা করছি পাঠককূল বিমোহিত হবেন। হবেন বিনোদিত ও পুলকিত।তার ফেসবুক #মোঃ নজরুল ইসলাম , মোবাইল- ০১৯১৩৩৪৩৮২৬ ।
১.
যেতে হবে
————-
তুমি চলে গেছো যেতে হবে আমাকেও,
পরপার হতে ডাকে যেন কেও কেও।
বলে আয় আয় শান্তির মহাধামে,
হেথা কাটে কাল আয়েশে আরামে।
হেথা স্নিগ্ধ সুবাস বহে বাতাসে,
হেথা সুবেহ সাদেক চারিপাশে।
হেথা নাইকো জন্ম,নাইকো মরা,
হেথা আরশের সুঘ্রাণে ভরা।
হেথা এক নাম এক পরিচয়ে,
রয়েছে সকলে পরম বিশ্বয়ে।
হেথা নেই লোভ হিংসা বিদ্বেষ,
নেই জাতি ভেদ দেশ বিদেশ।
হেথা নেই কোন দুঃখ ও জ্বালা,
হেথা আছে শান্তির পরশ ঢালা।
সেথা হতে ডাক আসে বারবার,
বলে আয় আয় আলোতে আমার।
সেথা আছে মুক্তির চির পাথেয়।
২/
আলো দিয়েই জ্বালবো আলো
—————————————
আলো দিয়েই জ্বালবো আলো,
ঘুচাবো যত নিকষ কালো।
স্নেহ দিয়েই বাঁধবো ডোরে,
আদর দিয়েই নেব ক্রোড়ে।
হাসি দিয়েই করবো জয়,
বিশ্ব ভূবন জগৎময়।
সাহস দিয়েই দুঃখ টারে,
জয় করবো বারে বারে।
আঘাতে নয় ভালবেসে,
বলবো কথা কাছে এসে।
ধৈর্য ধরে নিজের সনে,
আসন নেবো সবার মনে।
বড় হবার মন্ত্র সেতে,
আলো দিয়েই জ্বালিয়ে নেবো।
৩/
তোমায় ডাকি
—————–
শিশু যেমন মা কে ডাকে
তেমনি আমি তোমায় ডাকি,
পাহাড় যেমন মৌন থাকে
তেমনি ধ্যানে মগ্ন থাকি।
শিশুর ডাকে দেয় মা সাড়া,
নাড়ীর বাঁধন যায় কি ছাড়া,
বক্ষে জড়ায় দুহাত দিয়ে
আদর সোহাগ বয় না বাকি।
আমার ডাকেও সাড়া দেবে,
সেই আশাতে অধীর আমি,
পাগল হলাম কেঁদে কেঁদে
ডেকে ডেকে দিবস যামি।
ঝর্না ছোটে সাগর পানে,
আমি ছুটি তোমার টানে,
তোমার রূপের মহিমা গানে
চোখে আমার ছবি আঁকি।
৪/
অদেখারে দেখার স্বাদ
—————————–
অদেখারে দেখার স্বাদ
জাগে আমার মনে,
নিরাকার এর দেখার আশায়
থাকি নিরজনে।
ধ্যানে জ্ঞানে জপলে তারে,
ভর করে কি দেহের পারে,
আসে কি সে আঁখির দ্বারে
কোন সে আবরনে।
ভজন সাধন করলে তার,
দেয় কি দেখা অবতার,
সেও তো জানি নিরাকার
কোন সে আসনে।
চক্ষু বুজে নিষ্ঠ ধ্যানে
ডাকতে থাকি বারবারে,
মনে হয় সে আসলো বুঝি
ডাক দিয়েছে আমারে।
ছায়া দেখি,দেখিনে কায়া,
একি তবে মোহমায়া,
গভীর লোকে হারিয়ে যাওয়া
গহীন দরশনে।।
৫/
ডাকলে বুঝি যাবে পাওয়া
———————————
তারে ডাকলে বুঝি যাবে পাওয়া,
যার জন্য নাই নাওয়া খাওয়া।
আমি ডাকি তারে বারেবার,
সে কা ডাক শোনে আমার,
পাই কি সময় সাড়া দেবার,
যার তরে মোর সকল চাওয়া।
তারে যায় না দেখা যায় না ধরা,
তবু তারেই ডেকে ব্যাকুল করা,
আকুল এ ডাক আবেগ ভরা,
প্রেম ভক্তি মায়ায় ছাওয়া।
সে আসবে আমার ডাক পেয়ে,
আমি দেখবো শুধু চেয়ে চেয়ে,
নিরাকির সে আসবে ধেয়ে,
যেমন করে আসে হাওয়া।।
খুবই চমৎকার তার লিখনি, আমি তার আরও অনেক কবিতা পারেছি খুবই ভাল লাগে তার কবিতা, মানুষ হিসাবেও সে অমায়িক