সভাপতি যুথি সাধারন সম্পাদক স্বপ্না: খোকসায় যুব মহিলা লীগের নতুন কমিটি
খন্দকার জাহা্ঙ্গীর হুসাইন:কুষ্টিয়ার খোকসা উপজেলা যুব মহিলা লীগের ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জেলা যুব মহিলা লীগ।১৫ জুলাই শনিবারে জেলা যুব মহিলা লীগের আহবায়ক এম সম্পা মাহমুদ এবং যুগ্ন আহবায়ক মেহরিন আহমেদ স্বাক্ষরিত এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে মোছাঃ জুথি খাতুনকে সভাপতি এবং মোছাঃ স্বপ্না খাতুন সাধারণ সম্পাদক করে ২৫ জনের নাম ঘোষনা করা হয়েছে।
সহ-সভাপতি সাবিকুন্নাহার মিতু, সেলিনা খাতুন , মাসুরা খাতুন, বন্যা খাতুন ও শামিমা খাতুন।যুগ্ন সাধারন সম্পাদক তাছলিমা ও মিতা রাণী।সাংগঠনিক সম্পাদক সেলিনা খাতুন ও জোসনা কর্মকার। প্রচার প্রকাশনা সম্পাদক শাহিদা খাতুন, সহ-দপ্তর সম্পাদক বুলবুলি খাতুন, অর্থ সম্পাদক শম্পা খাতুন, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক নাজমা খাতুন, ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক রোকেয়া মেম্বর, সাংস্কৃতিক সম্পাদক লিপি খাতুন , স্বাস্থ ও পরিবেশ বিষয়ক চন্দনা , তথ্য ও গবেষনা সম্পাদক খূশি খাতুন , ক্রিড়া বিষয়ক সম্পাদক ঝর্ণা খাতুন, যুব ও মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুন । এছাড়া সদস্য রয়েছেন রূপা থাকুন, রিনা সরকার, পূর্ণিমা এবং আমেনা।
নব নির্বাচিত সভাপতি যুথি খাতুন জানান,আমাকে খোকসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মনোনীত করাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান , আলহাজ্ব সদর উদ্দিন খাঁন, প্রভাষক তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ , খোকসা উপজেলা শাখা, কুষ্টিয়া সহ এবং কুষ্টিয়া জেলা যুব মহিলা লীগের আহবায়ক সম্পা মাহমুদ ও যুগ্ন আহবায়ক মেহরীন আহমেদ কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাধারণ সম্পাদক বলেন, আমরা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। সেই সাথে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।নারী সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।