নারায়নগঞ্জের আড়াই হাজারের মানেহর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো সাহিত্য সভা ও সব্যসাচি লেখক মরহুম মহিউদ্দিন আকবরের কবর জেয়ারত। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী আবু নাসের মোঃ ফাইজুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন বাচ্চু।
জানা গেছে, বিশিষ্ট সাংবাদিক ফরহাদ খাঁ প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীণ সাহিত্য সংগঠন ‘বাংলাদেশ লেখক সমিতি”র আয়োজনে সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ঠ কথাসাহিত্যিক রুহুল আমিন বাচ্চুর সভাপতিত্বে ও পুঁথিসম্রাট জালাল খান ইউসুফীর উপস্থাপনায় গত ২২ মে শনিবার অনুষ্ঠিত হয় এই দোয়া অনুষ্ঠান ও সাহিত্য সভা। এসময় ঢাকার কবিদের সাথে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন কবির বড় শ্যালক কাজী আবু নাসের মোঃ ফাইজুল্লাহ। কবর জিয়ারত শেষে কাজী বাড়ির আঙিনায় সুন্দর পরিবেশে শুরু হয় কবিকে নিবেদিত সাহিত্য সভা। সাহিত্য সভায় কবির সাথে স্মৃতিচারণ মূলক আলোচনা, নিবেদিত কবিতা পাঠ ও কবি মহিউদ্দিন আকবর রচিত কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ছড়াশিল্পী মানসুর মুজাম্মিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান কথাসাহিত্যিক ফজলুল কাশেম, খ্যাতিমান কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক নাসীমুল বারী, কবির বড় শ্যালক কাজী আবু নাসের মোঃ ফাইজুল্লাহ, ছড়াকার ও শিশুসাহিত্যিক আতিক হেলাল, ছড়াকার ফরিদ সাইদ, কবি ও গ্রন্থসমালোচক তাজ ইসলাম, কবি রবিউল মাশরাফী, কবি জানে আলম, কবি জুলফিকার স্বপন, কবি খান কাওসার কবির, কবি জানে আলম, কবি এমদাদুর রহমান ফয়সাল। মরহুম কবি মহিউদ্দিন আকবর রচিত কবিতা আবৃত্তি করেন কবি আতিক হেলাল, কবি তাজ ইসলাম, কবি রবিউল মাশরাফী। এছাড়া স্বরচিত ও নিবেদিত কবিতা পাঠ করেন কবি জালাল খান ইউসুফী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মোমেন, জনাব কায়েছ আহমেদ, জনাব ইমরুল হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোদাব্বির মোহাম্মদ মনসুর, কবির ছেলে তৌফিক আকবর।