কবি চলে যাবেই যদি একটু দাড়াও।
বিধাতার দেয়া তব হাত দু’খানি বাড়াও।
আমিও যে হবো তোমার সফর সঙ্গী।
কবি হেথায় খান্নাসেরা করে অঙ্গ ভঙ্গী।
ঈমানি কাজেও সে হয় তোমার চক্ষুশুল।
যে ভুলে আদি পিতা আদম(আঃ) দিলেন মহামাশুল।
যে ভুলে তিঁনি জান্নাত ফেলে এলেন ধরাধামে।
আবারও সবাইকে যেতে হবে একটু সময়ের ব্যবধানে।
কবি তব রন্ধ্রে রন্ধ্রে তার প্রবেশাধিকার আছে।
বিধাতার দেয়া বিধান ভাঙ্গা মোদের কি সাজে?
তুমিতো জানো মঙ্গলময় কাজে প্রতিবন্ধকতা আসে।
যাবার আগে তুমি একটু চেয়ে দেখ পিছু।
ক্ষণকাল ভাবো হেথায় ফেলে গেলে কি কিছু?
যদি রেখে যাও হীরা, তব উত্তরসুরী রচিবে হীরামহল।
কবি তুমি ওপার হতে দেখিবে তাহা মেলিয়া দু’নয়ন।
তুমি, আমি, আমরা সবাইতো একই যানের পথিক।
নিয়তির ডাকে সবাই চলে যাবো একই দিক।
আমি আঁধারে পথ চলি, মনের কথাটা তোমারেই বলি।
ওগো কবি বিধাতা তোমারে করিছে যে গোলাপের কলি।
বেলা শেষের কবি তুমি, আমারে করিও সফর সঙ্গী।
হেথায় দেখিতে চাহি না, আর খান্নাসদের অঙ্গ ভঙ্গী।
— ০ —
১২/০৭/২০২১