মাসুদ রেজা শিশির ॥ আসন্ন পাংশা উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ সন্ত্রাস মুক্ত সুষ্ট- নিরেপেক্ষ ও উৎসব মূখর নির্বাচনের দাবীতে পাংশা উপজেলা নাগরিক সমাজের আয়োজনে এয়াকুব আলী চৌধুরী পাঠাগারে বৃহস্পতিবার সকাল ১১ টায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নাগরিক সমাজের আহবায়ক সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক অধ্যাপক নজরুল ইসলাম খানের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান,পাংশা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার দত্ত, সাবেক সাধারণ সম্পাদক আশকার দানিয়েল সিপার মিয়া, লিজা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক দিপক কুমার কুন্ডু, বিশিষ্ঠ গবেষক ও কবি শেখ মোঃ সবুর হোসেন, সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ সাহাদাত হোসেন, আডিয়াল গালর্স কলেজের প্রভাষক নুরে আলম সিদ্দিকী মামুন, পাংশা মহিলা কলেজের প্রভাষক মেহেদী হাসান মাসুদ, চরঝিকড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, বাংলাদেশ ষ্ট্যাম ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর,সাবেক কাউন্সিলর আব্দুল আলিম প্রমুখ।
এ সময় পাংশা উপজেলা নাগরিক কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে সন্ত্রাস মুক্ত সুষ্ট-নিরেপেক্ষ ও উৎসব মূখর নির্বাচনের দাবীতে বক্তরা তাদের গঠন মূলক বক্তব্য রাখেন এসময় নির্বাচনে যে প্রার্থী বা তাদের কর্মী সমর্থকগন অরাজকতা করবে বা সহিসু ঘটনার জন্ম দিয়ে সুষ্ঠ পরিবেশ সৃষ্টির অন্তরায় হবে সে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের বর্জন করার আহবান জানান নাগরিক সমাজের প্রতিনিধিগন। আমাদের মা’য়েরাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না আশিক মাহমুদ মিতুল মাসুদ রেজা শিশির ॥
আমাদের মা’য়েরাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না, আমাদের মহান মুক্তিযুদ্ধে মায়েদের ভূমিকা ছিল অসামান্য, তাদের অবদানের কথা আমরা তথা জাতি ভ’লতে পারবে না, মায়েদের অনুপ্রেরনায় হাজার হাজার যুবক মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছিল বলেই আমরা আজ স্বাধীন জাতি। পাংশা উপজেলার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৮ মে পাংশার মানুষ খোন্দকার সাইফুল ইসলাম বুড়োকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে, আপনারা সিদ্ধান্ত নিবেন পাংশার রাজনিতি থেকে দৃবৃত্তায়ন দূর করবেন নাকি তাদের হাতে নির্যাতিত হবে সিদ্ধান্ত আপনাদের।
ভোটের মাধ্যমে তাদের লাল কার্ড দেখান আমরা দল থেকে তাদের চিরতরে বাদ দিয়ে দিব। বুধবার রাতে পাংশা পৌরশহরের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন- রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মাননীয় রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম’র ছেলে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল।
তিনি তার বক্তব্যে আরো বলেন- আজকের এই উঠান বৈঠকে হাজারো মা বোন-খালা ফুফু,চাচীরা রাত জেগে প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এর আগে আমি এরুপ সমাবেশে অংশ না নিলেও আপনারা এখানে এমন আয়োজন আগেও করেছেন শুনেছি আপনারা আগামী ৮ তারিখে উৎসব মূখর পরিবেশে কেন্দ্রে গিয়ে মোটর সাইকেল মার্কায় ভোপ দিয়ে সাইফুল ইসলাম বুড়ো চাচাকে বিজয়ী করবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন পাংশা পৌর সভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অতুর সরদার, সাবেক কাউন্সিলর রাশেদা ইয়াসমিন, বর্তমান ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রায়ত বাদশা মন্ডলের ছেলে রাশেদ মন্ডল,শামীমা খাতুন,মোঃ রোকুনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পাংশা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীর পাশাপাশি পাংশা পৌর সভার ৬ নং ওয়ার্ডের হাজারও নারী এসমাবেশে উপস্থিত ছিল।