সত্যে ভেজা ভূমি
ওয়াজেদ বাঙালি
প্রেমের গোলাপ নাস্তানাবুদ
তুমি তুমি তুমি,
ভালোবাসি জাহান কবির
এই ‘বাংলাদেশ ভূমি’।
চরণ তাহার চারণ চারণ
জন্মভূমির বুকে,
তুমি আমি ভালো থাকি
রঙ বেরঙের সুখে।
নেট গেরামের পোর্টালপাড়ায়
রকমারি খেলা,
এসব দেখে তোমার আমার
কাঁটছে অলস বেলা,
তোমার ভূমি আমার ভূমি
ব্যাথার জমিই ভিন্ন,
পথে তবু হচ্ছে দেখা
প্রেমের খেলা ছিন্ন,
সবাই কি আর খেলতে পারে
ক্যাসিনোতে পাশা,
কষ্টে ঘামে জীবন চলে
বাঁচুক ভালোবাসা।
ভালোবাসার আপন জমি
তুমি তুমি তুমি,
বেঁচে থাকুক সত্যে ভিজে
এই’বাংলাদেশ ভূমি’।