মাসুদ রেজা শিশির ॥ বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন- এবারের নির্বাচনে আমি একটু দূরে থাকলেও নির্বাচনে দলীয় নেতাকর্মীদের কার কি ভূমিকা ছিল তা আমি জানি। এবারের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সংগঠনের কাজ করতে হবে।
সংগঠনের সাথে যারা বেইমানি করেছে, নির্বাচনে যারা সক্রিয় ভূমিকা রাখেনি তাদের সংশোধন হতে হবে বলে তিনি উল্লেখ করেন। রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জন সম্পৃক্ততা অর্জন করতে হবে। রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পাংশা শহরস্থ বাসভবনে শনিবার রাতে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো,কালুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো পাংশা উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন ইতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।
উপজেলা নির্বাচন পরবর্তী এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কালুখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম হোসেন রোনো, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুন্ডু, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন ইতি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীসহ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।