শ্রীলঙ্কার অবস্থা দৃষ্টে
– নোমান শায়েরী
—————————
শাসকেরা আজ শাসিতের হাতে লাঞ্ছিত!
যাকে যেখানে পাচ্ছে যেমন
কাপড় খুলছে,পিটিয়ে মারছে
স্থলে হোক কিবা জলে।
সারাবিশ্বের শাসিত আর মজলুম জনতা
ট্রল করছে,দেখাতে চাইছে নিজ নিজ শাসককে।
কাঁপছে দুরুদুরু দূর্নীতিবাজ শাসক ও জালিমের মন।
ওরা তো ছিল ভাই সেই সব পদে আসীন
যেই পদে যেতে লাজলজ্জা ভুলে
রাতের আঁধারে অনায়াসে তষ্কর হতে পারা যায়।
যেই পদে গেলে যাকে তাকে খুন করা যায়
যেমন ইচ্ছে তেমন করে।
গুলি করে মারা যায়,গুম করে ফেলা যায়
মারা যায় বিচার করে।
যেই পদে গেলে কাঁড়ি কাঁড়ি টাকা
পকেটে তোলা যায়।
বিশ্ব ব্যাংকে,সুইচ ব্যাংকে এ্যাকাউন্ট খোলা যায়।
বিলাসবহুল শহরগুলোতে রাতদিন যায় কাটানো।
শ্রীলঙ্কার অবস্থা দৃষ্টে বুঝে নাও
বিশ্বের,দেশের,গাঁও-গেরামের ক্ষমতার অধিকারীরা!
ক্ষমতা নয় স্বর্গের আসন
ক্ষমতা এক গুরু দায়ভার।
ক্ষমতার হাসি থামিয়ে
নিজেদের বদলে ফেল ইসলামি শাসকে।
আবু বকর,ওমর,ওসমানে (রা.)।
ওহে কাফির ও মুনাফিক শাসকেরা!