শোষক
মোঃ হোসেন আলী
সবার মুখে শুনি নীতি আর আদর্শের কথা
ক’জন আছে এমন মানুষ এই সমাজের মাঝে,
সবাই বলে স্বার্থ ছেড়ে দেশকে ভালোবাসি
কাজের বেলায় লবডঙ্কা ভালো মানুষ সাজে।
দিচ্ছে ফাঁকি সকল মানুষ ক্ষমতা যার আছে
ক্ষমতা নাই উঁচু গলায় বড়ো কথা বলে,
উঁচু শির হয় নীচু ক্ষমতা যে পেলে হাতে
গর্ব করে দাপট ভারী বড়াই করে চলে।
লেখক পাঠক গড়তে হবে প্রতিরোধের বেড়া
শক্ত হাতে আঘাত করবো মানবো নাহি বাঁধা,
অধিকার যে আদায় করতে হবে মোদের দাবি
গর্দান দিতে রাজি সবাই মুক্তি মিলবে সাদা।
ন্যায়ের পক্ষে ঝাণ্ডা ধরে অত্যাচারী তাড়াও
সাধু বেশে ভদ্র সাজা বদের ধাড়ি ধরো,
নিপাত করতে হাতে ধরো তাই হাতিয়ার আগে
তাদের ধ্বংস করে তবে দেশের জন্য মরো।
একদিন দেখবে সকল পাপী ছেড়ে যাবে দেশকে
তবে পাবে স্বাধীন দেশের মানুষগুলো শান্তি,
রক্ত দিতে বাঙ্গালিরা শিখছে অনেক আগে
জঙ্গি গোষ্ঠীর সাথে শোষক মরলে মনে শ্রান্তি।