শূন্য হৃদয়ে পুণ্য আশা
– মাহাতাব হাসান এমরে
শূন্য তব পূর্ণ উদ্যম
মানব মোরা ছুটছি !
পুণ্য বাজার শূন্য রহে
জীবন ভরে হাঁটছি !
ক্ষৌণীর তালে চক্রবালে
সবি কিছু থামছে?
আপন দেহে শোকের ছাঁয়া
দুঃখ ভুলে থাকছে?
কোথায় গিয়া পূর্ণ হবে
সকল মনের আশা?
আপন চোখে পাব নাকো
তোমার দেখার নেশা?
শূন্য পরাণ কাঁদছে শুধু
কেমন আছ তুমি !
জোছনা রাতে নিয়ো তুমি
মেঘের ‘পরে ঘুমি !
একলা আমি বসি রহি
তোমায় নিয়া ভাবছি !
বিহঙ্গ মন থামছে নাকো
দুখ সাগরে ডুবছি !
খোদার কাছে চাইব আমি
সকল মনের আশা !
দুটি মনে থাকব মোরা
মেঘের উপর বাসা !