শুন্য হাতে আসা যাওয়া
মোঃ খালিল কুয়েত প্রবাসী
শুন্য হাতে আসতে হয়
শুন্য হাতেই বিদায়
মিছে মিছি আপন ভেবে
মানব এতো মায়া লাগায়।
কিসের মায়া করিস মানব
পরকে আপন ভেবে
তোর প্রাণ পাখিটা উড়ে গেলে
কেউ কি আপন রবে ।
কেউ নয় আপন পৃথিবীতে
যে যার স্বার্থে চলে
চক্ষু দুটো বন্ধ হলেই
মায়ার বাঁধন ছেঁড়ে ।
শূন্য হাতে আশা যাওয়া
আর করিসনে লাভের আশা
অতি লোভে ডুববে ভরা
মানব মহাজনের হিসেব মিলা ।
—————————–
Rights in this things.