শুধু একবার জানলে না তুমি
সাকী মাহবুব
এ শহরের সব লোক জানে
আমি তোমার জন্য পাগল।
দশ গ্রামের লোক জানে
আমি তোমার জন্য উন্মাদ।
এশিয়ার প্রতিটি রাষ্ট্র জানে
আমি তোমার জন্য মাতাল।
তামাম পৃথিবীর ঝানু ঝানু
রাষ্ট্রদূতগণ জেনে গেছে
আমি তোমার জন্য মজনু।
আল জাজিরার সাংবাদিকগণ জানে
আমি তোমার জন্য দিশেহারা।
পুরো বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থার সদস্যরা জানে
আমি তোমার জন্য মাতোয়ারা।
পৃথিবীর সবাই জানে
আমি তোমার জন্য পাগল,
শুধু একবার জানলে না তুমি।