শীতের সকাল
দীপ দাশ নিশান
আজ উদিত হয়নি সবিতা
লিখছি আমি শীতের কবিতা।
কুয়াশাচ্ছন্ন চারিপাশ
শিশু ঘুমায় যেনো লাশ।
যুবক বৃদ্ধ সবাই কাঁপে
গাত্র শুকায় বহ্নিতাপে
শীত বুড়ি জড়িয়ে ধরে
কেউবা বসে আড্ডা মারে।
সবার গায়ে শাল, চাদর
শীত যেনো করছে আদর
বরফ বরফ লাগছে সব
বেলকনির ঐ ফুলের টব।
রাগ করেছে সূয্যিমামা
জাগবে কখন কেউ জানে না।
খেজুর রসের পাতিল চুরি
মিঠাই দিয়ে খাবো মুড়ি।
ভাপা পিঠার গন্ধ পাই
চলো সবাই দৌড়ে যাই।
সাত-সকালে স্নানে একা
যাচ্ছে আমার পরিণীতা
ওহে শুনো! নতুন বৌ
স্নান করতে যেও না গো।
ব্যস্ততা নেই কোনো প্রকার
এই তো সময় পদ্য লিখার।