শীতের পরশ
– মাহাতাব হাসান এমরে
শীতের পরশ আসছে তেড়ে
ছোট্ট গাঁয়ের কোলে,
রসের পিঠায় মন ভরাবো
সূর্য জাগা ভোরে !
কুহেলিকার চাদর জালে
যায় না দূরে দৃষ্টি,
গাছি ভায়া আনছে পেড়ে
হাঁড়ি ভরা মিষ্টি !
শীতের দিনে ঘুমিয়ে রহে
আলসে আদম পুরি,
হিম ধরে না কৃষক জনের
আহার জুগায় তোরি !
শীতের দিনে ঘুমিয়ে থাকি
লেপের তলে দেহে,
মা যে মোদের তৈরি করে
মন খেতে যা চাহে !