শীতের আমেজ
রেজাউল রানা
শীতের আমেজ হাড় কাঁপানো
কুয়াশার ভোর হলে,
মুয়াজ্জিনের আজান শুনে
মুমিন ছুটে চলে।
খেজুর রসের গরম পায়েস
চরম ভালো লাগে,
নানান জাতের সবজি আসে
কৃষক মাঠে জাগে।
নতুন ধানের চালের পিঠা
কৃষক বঁধু বানায়,
নকশিকাঁথা বুনতে থাকে
দেখতে দারুণ মানায়।
শিশির ভেজা সবুজ ঘাসে
সাজে বাংলা মাটি,
ছয়টি ঋতুর মাঝে আমার।
সোনার বাংলা খাঁটি।