শিক্ষা জীবন
হারিছা খানঁম সুখি
মায়ের গর্ভহতে জন্ম
নিয়ে শিক্ষাজীবন হলো যে শুরু।
শিখতে শিখতে শৈশব – যৌবন গেলেও
যে শিক্ষার শেষ হবে না কবু।
হও না যতই বড় তুমি
শেখার যে বয়স শেষ হয় না তবু।
মায়ের কাছে শিখবে তুমি প্রথম মাতৃভাষা ,
প্রানের কথা বলা।।
ধীরে ধীরে বয়স বাড়ার গতিতে
শিখবে তুমি অনেকের মাঝে চলা।।
এভাবেই আসবে সময়
প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্ৰহন করার।
কেও বা কাঁদতে কাঁদতে কেও বা হাসতে হাসতে
যাবে বিদ্যাপীঠে।।
পাঠ্যবইয়ের এর পড়া পড়ব।
জ্ঞান এর আলোয় আলোকিত হবে ।।
প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে
কর্ম জীবন থেকে নিবে শিক্ষা।
এভাবেই শিখবে তুমি
শেষ হবে না শেখা।।
অনেক সুন্দর