শিক্ষাঙ্গন নামে
রায়হান রশীদ
আজ তোমাদের দিন,
সব দেখো রঙিন।
আজ তোমাদের দিন,
দুঃখে বাজও বীণ।
গরমিল দিন শেষে ,
তোমার হিসাব মিছে।।
নৈতিক শিক্ষা নির্বাসিত,
নিত্য দিনের ঘটনা।
অদ্যাবধি বন্ধ কেনো,
মানুষ গড়ার আঙিনা।
শিক্ষা গেলো বনবাসে,
পুতুল সেজে নাচে।।
জনসভা ফিরে এলো,
সচল করে বাধা।
জনজীবন ফিরে পেলো,
কর্ম আধ আধা।
শিক্ষাঙ্গন জিম্মি তবু,
পেশী শক্তির কাছে।
বুঝে তবে মন,
হেরে অনু ধন।
কাঁদে তবে মন,
নিরবে লুকিয়ে পীড়ন।
আমার সোনার গা,
আঁখি জলে বাসে।
মুখ না ফাটে,
তবে বুক ফাটে।
কথা নেই ঠোঁটে,
তবে শাপ ঠোঁটে।
ছাড় পাবে না,
তবে বিনেতার কাছে।
আলহামদুলিল্লাহ, ভালো