প্রকৃতি পাঠ শেখা
–
শাহীন রায়হান
….
চার চার চার ছয় ছয় ছয় ডাকছে পাখি টুইট
ছোট্ট খোকা অলরাউন্ডার ক্রিকেট খেলে সুইট
ফুটবলে সে সবার সেরা বল পেলে হয় গোল
গানের গলা মিষ্টি ভারি বাজায় ভালো ঢোল।
ওকে নিয়ে গর্বিত মা ঝলমলে মুখ বাবার
ভিডিও গেমস খেলার সাথে বড্ড ফ্যান ও দাবার
ওদের বাসা ৬/১ পূর্ব মনিপুরে
চিড়িয়াখানার গেট থেকে নয় খুব বেশি তা দূরে।
হয় না যাওয়া গাঁয়ে খোকার হয় না ছোঁয়া নদী
হয় না ওড়া ফড়িং ডানায় কভু নিরবধি
রুদ্রা গোপাল মটু পাতলু কার্টুন দেখার নামে
ছোট্ট খোকা বন্দী থাকে চার দেয়ালের খামে
ফাগুন এলে ডানা মেলে কোকিল ডাকে কুহু
ইটের খাঁচায় ছোট্ট খোকার মনটা কাঁদে হুহু
পুব আকাশে রামধনুকের পায় না কভু দেখা
হয় না মাঠে খেয়া ঘাটে প্রকৃতি পাঠ শেখা।