পদ্মপুকুর
-শাহীন রায়হান
…
কু ঝিকঝিক হাওয়ার রেলে বৈচি পাতার ফাঁকে
চড়ুই ডাকা শেষ বিকেলে হঠাৎ মায়ের ডাকে
হাঁসের ছানা মেললো ডানা জাগলো গাঁয়ের মাঠ
চলল ছুটে ঝিল মিলানো পদ্ম পুকুর ঘাট।
এই পুকুরে আলো-ছায়ায় মেঘ পরিরা নামে
কলমি লতায় হলদে কুসুম রোদের গাড়ি থামে
প্রজাপতি ঝাড়ায় ডানা
খেলতে থাকে ডাহুক ছানা
মাছরাঙা বক সবে
হাঁস ছানারা সুখ খুঁজে পায়
পাখির কলরবে।
শান বাধানো পূর্ব ঘাটে হাঁস ছানাদের মা
টিয়ের সাথে গল্প করে ফড়িং দুলায় পা
লাল টুকটুক টেংরা পুঁটি দুর্বা ঘাসের রথে
গল্প করে ঘুরতে যাবে সমুদ্র সৈকতে
উদাস দুপুর ব্যাঙাচিরা পাপড়ি নাড়ে জবার
হাঁস ছানারা স্বপ্ন দ্যাখে অনেক বড় হবার।
সন্ধ্যা হলে জোছনা নামে কাকতাড়ুয়ার ঠোঁটে
আলোর পাখি পিদিম জ্বালে গোলাপ গাঁদা ফোটে
টাপুরটুপুর শিশির ঝরে বাজে জলের নূপুর
হাঁস ছানাদের মনে তখন শুধু পদ্ম পুকুর।