খুকুর পণ
-শাহীন রায়হান
…..
ছোট্ট খুকু অনেক ভেবে শক্ত করে মন
রংতুলিতে স্বপ্ন এঁকে খুব করেছে পণ।
নতুন বছর নতুন করে
সময়টাকে বুনবে
পড়াশোনার পাশাপাশি
মায়ের কথা শুনবে।
প্রজাপতির রঙে রঙে
রঙিন ডানা মেলবে
নিয়মিত ক্লাস করে
রুটিন মাফিক খেলবে।
গুরুজনের কথাশুনে
বুকের মাঝে স্বপ্ন বুনে
বীরের মতো লড়বে।
সত্য ন্যায়ের মুকুট পরে
নতুন বছর নতুন করে
জীবটাকে গড়বে।