শান্তির ধর্ম
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
বসুন্ধরায় আছে রে ভাই
যতো রকম ধর্ম,
ইসলাম যে তাঁর সবার সেরা
কোরান দ্যায় তাঁর বর্ণ।
ইসলাম পরিপূর্ণ ধরায়
খোদার জীবন বিধান,
চললে মেনে সতত সবাই
আসবে না দুখ নিদান।
রাজনীতি আর অর্থনীতি
জীবনে যা দরকার,
সকল কিছুর উৎস কুরান
আল্লাহ যেটার সরকার।
সকল গোত্র ধর্ম জাতিক
সতত যে দ্যায় দাম,
সেতো খোদার দেওয়া ধর্ম
পবিত্র ইসলাম।।
ঠিকানাঃ
গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল-৫৮৪০, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ।