শবে-মিরাজ
– মাহাতাব হাসান এমরে
আজি সত্য বিশ্বাস ডাকে
ওহে মুসলিম জাহান !
সত্য দূতের চরণ তলে
নাচে আরশ-আসমান !
চির সত্য বিশ্বাসী সেই
হযরত সিদ্দিকে জামান !
ওহে মুসলিম বিশ্বাসে হও
তুমি আবু বক্কর সমান !
বিশ্ব জাহান পুষ্প সাজে
খোদা করছে মেজবান।
প্রিয় নবির মিরাজ গমন
শ্রেষ্ঠ হলো নবির সম্মান।
নামাজ হলো খোদার মিরাজ
নাও খুঁজে হে উত্তম সাকো !
খোদার মিরাজ নাইকো তবে
এ মন যদি ভাবে নাকো !
২৮-০২-২০২২
আড়পাড়া, শালিখা, মাগুরা।