মাজেদুল ইসলাম: গত ২৬ ডিসেম্বর কুষ্টিয়ার খোকসা ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করছে বিজয়ী প্রার্থীরা। অথচ এদিকে জনসেবা করে নজিরবিহীন কাজ করে চলেছেন খোকসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম।
নির্বাচন পূর্ববর্তী সময়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম কথা দিয়েছিলেন এবার তিনি পুনরায় নির্বাচিত হলে মোড়াগাছা পালপাড়ার অতিবৃষ্টিতে ভেঙে যাওয়া রাস্তাটি মেরামত করে দেবেন। মাত্র ৪ দিন আগে নির্বাচিত হয়েছেন তিনি। আজ ৩০ ডিসেম্বর খোকসা থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত’র সহযোগীতা, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক’র নির্দেশনায় নিজস্ব অর্থায়নে রাস্তাটি পূনঃসংস্করণের কাজ শুরু করেছেন মো. সাইফুল ইসলাম। শুধু এটুকুতেই তিনি ক্ষান্ত হননি।
গ্রামবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে কোদাল দিয়ে সংস্কারের কাজেও সাহায্য করেছেন। ইউপি সদস্য সাইফুল ইসলাম’র সাথে রাস্তা সংস্কারের ব্যাপারে জানতে চাইলে সহজ উত্তরে তিনি বলেন, রাস্তাটি অনেক দিন ধরেই ভাঙা। চলাফেরা করতে অত্র এলাকার মানুষের খুবই কষ্ট হয়। বিশেষ করে রাতের বেলা। যেহেতু পাশেই পুকুর রয়েছে তাই ঝুঁকিও একটু বেশী। যে কেউ পড়ে গেলে পুকুরের পানির মধ্যে চলে যেতে পারে। বৃদ্ধ-বৃদ্ধা, ছোট ছোট বাচ্চাদের চলাফেরা বেশ ঝুঁকিপূর্ণ। সবদিক বিবেচনা করেই নিজের সামর্থ্য অনুযায়ী আপাতত সংস্কারের কাজটি করা হলো। পরবর্তীতে কতদূর কি করা যাবে তা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া যাবে।
উল্লেখ্য, মো. সাইফুল ইসলাম ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ার পর দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। যারই ফলশ্রুতিতে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৭৩ ভোটের মধ্যে ৩৪২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।
অসাধারণ একটা ব্যাপার ধন্যবাদ মেম্বার সাহেবকে । আশাকরি তার কাজ দিয়ে প্রমাণ করবেন কেন তিনিই সেরা ।