মুক্ত করে দিলাম
আর রেজাউল ইসলাম
মুক্ত করে দিলাম তোকে
আমার মনের খাঁচা থেকে
বাসতে হবে না ভালো
আর এই আমাকে।
আসতে হবে না আর
সেই শিমুল তলায়
যেখানে বসে বলেছিলে
ছেড়ে যাবে না আমায়।
ধরতে বলবো না আর
আমার দুটি হাত
হোক না যতই বুকে
আমার রক্তপাত।
বলবো না আসতে আর
পাংশার কৃষি ফার্মে
যেখানে কাটতো সময়
দুজনের প্রেম নিবেদনে।
সবুজ দূর্বাঘাসে বসে কখনও
রাখবো না হাতে হাত
নদীর পাড়ে বালুকাময় বালুচরে
হাঁটবো না আর দিনরাত।
স্মৃতিময় দিনগুলির কথা
যখন আসে স্মরণে
কি ছিলে জীবনে তুমি
ভেবেই শুধু মন কাঁদে।
সম্পর্ক রাখবে না বলে
ফিরিয়ে নিলে তোমার মুখ
যদি নতুন কাউকে পেয়ে থাকো
দোয়া করি তাই হোক তোমার সুখ।