মনের মানুষ
রেজাউল রানা
কাঁটার আঘাত নিয়ে আমি
তোমায় দিলাম ফুল,
ছেড়ে তবু না যাও বান্ধব
হলে কোনো ভুল।
বাহু ডোরে রাখো আমায়
করে আপন জন,
দিবানিশি তোমার আশায়
কাটে আমার মন।
খুব যতনে রেখো আমায়
হবো তোমার বর,
অকারণে দুঃখ দিয়ে
করিওনা পর।
আমায় ফেলে চলে গেলে
পাবে না তো সুখ,
আষাঢ় শ্রাবণ নামবে চোখে
ভেসে যাবে বুক
মনের মানুষ হয়ে আমার
থাকবে জীবন ভর,
তোমায় ছাড়া আমার জীবন
গহীন বালু চর।