ব এর কিচ্ছা
নজরুল ইসলাম
বল্টুর বারান্দায়,
বন্ধু বকুল, বিনোদ, বলাই
বৈকালে
ব্যাস্ত বিহীন বিশ্রামে।
বেনামে
বামুনের বউটাকে
বোবা বৌদি বলে
বড়ই বিপাকে।
বিপদ বড্ড,
বে আক্কেল,বেহায়া,
বেশরম, বেজাত,
বিশেষ বিশেষণে
বিশেষায়িত
বউটার কাছে।
বেশি বাড়াবাড়িতে।
বিচক্ষণতা, বেমালুম
বিসর্জন।
বড় বাড়ীর বড় বিবি
বিদেশে ।
বসু ব্যানার্জির
বড় মেয়ে বৈশালির বিয়ে।
বুধবার বিকেলে।
বরের বদমেজাজ।
বিদ্যালয় বন্ধ,
বারানার বাতাসা
বিলাবো
বয়সে বড়দের।
ব এর বদমাইশি
বন্ধুর বন্ধুকে।