ভুলে যেতে চাই
শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)
আমি ভুলে যেতে চাই,
ভুলিতে যে ভোলায় দিনক্ষণ,যুগ-শতাব্দীর মহাকাল ধরে,
মনে পড়ার কোনো অস্তিত্ব থাকিবেনা আমার হৃদে।
আমি যে ভুলিতে চাই
যেভাবে মনে পড়ার সুত্রপাত হয়,বারংবার বিধ্বস্ত করি
প্রতিসন্ধ্যা যুদ্ধে পরাজিত বালক আমি।
যত চাই দূর-বহুদূর গজ,মিটার,কিলো,মাইলের পর মাইল
তবুও মন পড়ে রয় তাহার তরে মনেরি ঘরে।
আমি পারিনা দূরে যেতে পারিনা আগলে ধরে
পারিনা সে হোক অন্য,হোক কিন্তু নিজের
আমি যে তাকেই চাই।
চায়না আমার ঘর,চায়না নিজ ভূমি,
চায়না এই শিক্ষিত সমাজ,
যে সমাজ কিছু রীতিনীতি আর কুসংস্কার,দূরে রেখেছে মাইলের পর মাইল।
এত্ত লম্বা দৈর্ঘ্য,দীর্ঘতম পথ কিভাবে পাড়ি দিবো,কিভাবে মিলন হবে দুটো প্রশান্তময় মন।
ধরে দিলাম,বুঝে নিলাম হয়তো এই জনমে আর মিলন নয়,ইতি টেনে রেখেছি সেই শ্বাশত শতাব্দীর আগে।
পরের জনমে তুমি আমার,আমারি থাকবে।
সে জনমে রীতিনীতি আর কুসংস্কার হয়তো থাকবেনা।
ধরে দিলাম,বুঝে নিলাম সে জনমে তুমি আমার!তুমি আমার।