পরিবর্তন
মোঃ খালিল কুয়েত প্রবাসী
———————————
দেখতে দেখতে দেহ খানি
ঘটল কতো পরিবর্তন,
শত চেষ্টায়াও থাকল না আর
মাটির দেহ আগের মতোন ।
মাটির তৈরী মানব দেহ
ক্ষনে ক্ষনে রঙ বদলায়,
তাই নিয়ে মোরা মানব জাতি
মেতেথাকি রঙিন নেশায়।
নেশায় নেশায় সময় শেষ
দেখছি না তো ভেবে,
মাথার চুল মুখের দাড়ি
সবই গেলো পেকে ।
মনোবল আর গায়ের শক্তি
কমছে দিনে দিনে,
পরিবর্তনশীল মানব দেহ
যাচ্ছে কিন্তু ক্ষয়ে ।
হচ্ছে ক্ষয় কমছে সময়
বাজবে বিদায় ঘণ্টা,
কিসের মহে দুনিয়ার প্রতি
বাড়াই এতো মায়া ।
চমৎকার